বরেণ্য সাংবাদিক এবিএম মূসার জন্মদিন আজ
প্রকাশিত : ০৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৫৮, ১৯ মার্চ ২০১৯
বরেণ্য সাংবাদিক এবিএম মূসার ৮৮তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি ফেনীর ফুলগাজী থানায় ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫০ সালে ইনসাফ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর স্বাধীনতার আগ পর্যন্ত পাকিস্তান অবজারভারের রিপোর্টার এবং পরবর্তী সময়ে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
স্বাধীনতার পর প্রথম বিটিভির মহাপরিচালক, মর্নিং নিউজের সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও পিআইবির মহাপরিচালক ছিলেন। জাতিসংঘের পরিবেশ কার্যক্রমে প্যাসিফিক অঞ্চলের পরিচালক ছিলেন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্বও পালন করেন। তিনি কিছুদিন যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেন।
জন্মদিন উপলক্ষে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্মারক বক্তৃতা ও ক্রীড়া সাংবাদিকতায় এবিএম মূসা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘পাকিস্তান আমলের সংবাদপত্র : একটি রাজনৈতিক পাঠ’ শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
এসএ/