বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন
প্রকাশিত : ১৫:২১, ১৪ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে ২৫ বছর আগে যাত্রা শুরু করে একুশে টিভি।
সফলতার সাথে ২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পদার্পণ উপলক্ষে রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালামের সভাপতিত্বে মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ ও নিউজ ২১ এর জেলা প্রতিনিধি একে মিলন আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, টিআই আবু হানিফ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিলুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু।
এছাড়া দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, এনটিভির প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার এআর জুয়েল, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক বর্তমান কথা’র জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, চ্যানেল এস’র প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণবাবু দাশ ও এখন টিভির জেলা প্রতিনিধি লিপসন আহমদ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি সাবাজ উদ্দিন মান্না, জুলাই অভ্যথ্যানে আহত যুদ্ধা জহুর আলী, সাংবাদিক রাজু আহমেদ রমজান, আফতাব উদ্দিন, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সজীব, দৈনিক জনতার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি শাহজাহান আকন্দ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে গত ২৫ বছর পূর্বে যাত্রা শুরু হয় একুশে টেলিভিশনের। তারপর থেকে সফলতার সাথে দেশের নিরীহ ও নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। একুশে টেলিভিশনের মাধ্যমে জেলার উন্নয়ন, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতিসহ নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা তোলে ধরছেন তিনি।
এই ধারাবাহিকতা বজায় রেখে একুশে টিভি সামনে এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও সফলতা কামনা করেন বক্তারা।
এএইচ
আরও পড়ুন