ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষবরণে যৌন হয়রানির মামলার আসামির রিমান্ড মঞ্জুর

প্রকাশিত : ১৮:১৯, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:২০, ১০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

tscবর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির মামলায় এক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এই আদেশ দেন। আসামীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক আবদুর রাজ্জাক। পুরান ঢাকার চকবাজারের বাসিন্দা কামালকে গত ২৭ জানুয়ারি ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। তদন্ত কর্মকর্তার কাছে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন, আর ঘটনার সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবির সাথে কামালের মিল রয়েছে। তাই ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকা এবং অপর আসামিদের খুঁজে বের করার জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি