ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বর্ষবরনে মেতেছে বান্দরবানের মারমা সম্প্রদায় (ভিডিও)

প্রকাশিত : ১২:০৭, ১৬ এপ্রিল ২০১৯

জলকেলি উৎসবের মধ্য দিয়ে বর্ষবরনে মেতেছে বান্দরবানের মারমা সম্প্রদায়। আনন্দ, উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্রে বর্ণিল হয়ে উঠেছে পুরো বান্দরবান শহর। আজ বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে মারমাদের বর্ষবরণ উৎসব।

নেচে গেয়ে নানা রংয়ের পোশাকে সাংগ্রাই উৎসবে মাতোয়ারা মারমা সম্প্রদায়।

বান্দরবানের রাজবাড়ি মাঠে শুরু হয় জলকেলি উৎসব। শিশু থেকে সব বয়সী মানুষ একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে। পাশাপাশি মঞ্চে চলছে সাংগ্রাই এর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, এ উৎসব শুধু পাহাড়ীদের নয়, এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

১৩ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় চারদিনের এ উৎসব। এরপর বুদ্ধমূর্তি ¯œান, ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি নদীতে ভাসানো হয় ফুল।

আজ বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় শেষ হবে মারমাদের চারদিনের সাংগ্রাই উৎসব ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি