ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষসেরার তালিকায় মেসি-এমবাপ্পে-বেনজেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় এ বছর মনোনীত হয়েছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ও দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা।

নারী বিভাগে মনোনীত হয়েছেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ এ্যালেক্সিয়া পুটেলাস, ইংল্যান্ডের ফরোয়ার্ড বেথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা এ্যালেক্স মরগান।

পিএসজি সতীর্থ মেসি ও এমবাপ্পে গত বছর বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ২০২০ ও ২০২১ সালের ফিফা পুরস্কার  বিজয়ী রবার্ট লিওয়ানডোস্কির উত্তরসূরী হিসেবে এই দুজনের সঙ্গে আরও আছেন রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ড বেনজেমা। 

দারুণ ছন্দে থেকে দলকে বিশ্বকাপ জিতিয়ে ফিফার বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন মেসি। চলতি বছরের ব্যালন ডি’অরের দৌড়ে ফেবারিট হিসেবেও দেখা হচ্ছে পিএসজির এই তারকাকে। এবার নিজের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। 

অন্যদিকে সংক্ষিপ্ত তালিকায় প্রত্যাশিতভাবেই নাম আছে ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পের। মেসির কাছে হেরে কাতারে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নিজেকে রেখেছেন সেরাদের কাতারে। কাতার বিশ্বকাপে আট গোল করে জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। এছাড়া ক্লাব ফুটবলে পিএসজির হয়েও দারুণ সফল ছিলেন।

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা বেনজেমা গত বছর ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু ইনজুরির কারণে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেলতে পারেননি। তবে লস ব্লাঙ্কোসদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ের ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে।

গত বছর নারীদের ক্যাটাগরিতে স্প্যানিশ মিডফিল্ডার পুটেলাস বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। জুলাই থেকে খেলতে না পারলেও তিনি এই বিভাগে সেরাদের তিনজনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন যাবত মাঠের বাইরে রয়েছেন। 

এদিকে, আর্সেনালের স্ট্রাইকার বেথ মিড অক্টোবরে ব্যালন ডি’অর মনোনয়নে পুটেলাসের পরে দ্বিতীয় স্থান হয়েছিলেন। মিডও দীর্ঘমেয়াদী হাঁটুর ইনজুরিতে সাইডলাইনে রয়েছেন। 

সেরা কোচ ও সেরা পুরুষ ও নারী খেলোয়াড় ছাড়াও সেরা গোলরক্ষক ও সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড ট্রফি দেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি