ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বর্ষীয়ান নাট্যকার আতাউর রহমান করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৭ অক্টোবর ২০২০

করোনার আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান। উপসর্গ দেখা দেয়ায় ৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্ট করান এই নাট্যজন। ৬ অক্টোবর ফল পজিটিভ আসে।

চিকিৎসকদের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছেন আতাউর রহমান। সঙ্গে রয়েছেন সহধর্মিণী। আতাউর রহমান বলেন, ‘কয়েক দিন ধরেই আমার জ্বর ছিল। তাই টেস্ট করাই। রিপোর্ট পজিটিভ আসে। জ্বর ছাড়াও কয়েক দিন সামান্য কাশি ছিল। এখন তাও নেই। চিকিৎসকরা আমাকে ১৪ দিন হাসপাতালেই থাকতে বলেছেন। সবার কাছে দোয়া চাই, আমি যেন সুস্থ হয়ে উঠতে পারি।’

৭৯ বছর বয়সী অভিনেতা আতাউর রহমান স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। বিশেষ করে এদেশের মঞ্চনাটকের বিকাশে তার অবদান অনস্বীকার্য। মঞ্চের জন্য তিনি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয়ও করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি