ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বলিউড তারকাদের যত ভয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১৯ জুন ২০২২

সিনেমার পর্দায় যতটা কাল্পনিক চরিত্রে দেখা মিলে নায়কদের, বাস্তব জিবনে ততটা নয়। পর্দার সাহসী বা চরম অ্যাকশন হিরো হতেই পারে বাস্তব জীবনে নরম মনের মানুষ। থাকতেও পারে লুকায়িত ভীতের কারন। কার কিসে ভীতি থাকে কে-ই বা বলতে পারে! কারও ভূতের নামে গা ছমছম, কারও পানিতে ভয়, কারও আরশোলা কিংবা মাকড়সায়।

বলিউড তারকাদের মধ্যেই কিন্তু আছেন এমন কয়েকজন। যাদের ভয় এমন জিনিসে, যা রীতিমতো চমকে দিতে পারে তাদের অনুরাগীদের।

চলুন দেখে নেওয়া যাক বলিউড তারকাদের ভীতের কিছু কারণ-
 
একাধিক সিনেমাতে ঘোড়া ছুটিয়ে দুষ্টু লোকদের সঙ্গে একা লড়াই করেছেন কিং খান। তবে তার যে এমন ঘোড়ায় ভয়, কে জানত! ঘোড়ার সামনে গেলেই বুক দুরুদুরু, এক লাফে পিঠে উঠতে গেলে প্রাণ উড়ে যাওয়ার জোগাড়! অথচ এমনটা নাকি ছিল না প্রথমে। শোনা যায়, ‘কর্ণ অর্জুন’ সিনেমার শুটিংয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারাত্মক চোট পেয়েছিলেন শাহরুখ। তার পর থেকেই অশ্বে এমন ত্রাস!

বলিউডে এসময়ের নামীদামি তারকা অর্জুন কাপুর। ‘ভূত পুলিশ’-এর নায়কের ভূতে ভয় নেই মোটেই। কিন্তু মাথার উপর সিলিং ফ্যান দেখলেই নিমেষে উধাও সব সাহস! এতটাই ভয় যে, নিজের বাড়ির কোনও ঘরেও নাকি পাখার দেখা নেই! শুধু তাই নয়, অন্য কারও বাড়িতে বা শুটিংয়ে গিয়েও ফ্যান লাগানো ঘরে থাকতে নারাজ এই অভিনেতা।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় স্পেনের টোম্যাটিনা উৎসবে হুল্লোড়ে মেতেছিলেন হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার, অভয় দেওলরা। সে দৃশ্য দেখে কী বোঝার উপায় আছে, বাস্তবে টমেটোতে বেজায় ভয় ক্যাটরিনার? স্যালাডে রাখা দূরের কথা, ছুঁয়েও দেখতে চান না এই টমেটো তিনি। সেই সিনেমার শ্যুটিংয়েই ফাঁস হয়েছিল এই ভীতির কথা। তার পরেও কিন্তু টমেটো মাখামাখির দৃশ্যে অভিনয় করেছিলেন ‘ক্যাট’।

বলিউডে তারকাদের তারকা অমিতাভ বচ্চনের সন্তান অভিষেক বচ্চন। তিনি নিজেও একজন ভালো অভিনেতা। তবে তার ভীতের বিষয় বস্তু শুনলে আশ্চর্য হবেন। তিনি নাকি আপেল ফলে ভীষন ভয় পান। আর শুধু আপেল নয়, যে কোনও ফলেই নাকি ভীষণ ভয় তার। আর সে কারণেই নাকি এ যাবৎ ফল থেকে দশ হাত দূরেই থাকেন এই অভিনেতা।
 
সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি