ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ২৭ ডিসেম্বর ২০২৪

আজ ২৭ ডিসেম্বর, বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে সেলিম খান ও সালমা খানের ঘরে জন্মগ্রহণ করেন এই মহাতারকা।

সালমান খান ১৯৮৮ সালে ‘বিবি হ্যায় তো অ্যায়সি’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। তবে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। এরপর ‘দাবাং’, ‘বজরাঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার’ সিরিজসহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই সুপারস্টার।

যদিও সালমান খান একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন, কিন্তু এখনো তার কোনো সিনেমা ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারেনি। তবে ভক্তদের আশা, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘সিকান্দার’ সিনেমার মাধ্যমে এই স্বপ্ন পূরণ হবে।

আজকের দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সালমান খানকে ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি সবাই আশা করছেন, ‘সিকান্দার’ সিনেমার মাধ্যমে সালমান খান ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করবেন এবং বলিউডে আরও এক নতুন ইতিহাস গড়বেন।

সালমান খান নামটি প্রায় তিন দশক ধরে বলিউডের জন্য সমার্থক শব্দ হয়ে উঠেছে। কারো কাছে তিনি সুপারস্টার, কারো আছে ভাইজান। অভিনেতা হিসেবে ৩৫ বছরের ক্যারিয়ারে সালমান খান শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার বেশিরভাগই বক্স অফিসে সফল হয়েছে। বলিউডের খানদের অন্যতম ত্রয়ী সালমান নিজেকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছেন। বছরের পর বছর ধরে বিশাল ফ্যানবেস ধরে রাখতে পেরেছেন। যদিও গত কয়েক বছর ধরে তিনি খুব আলোচনায় ছিলেন না। কারণ সর্বশেষ সিনেমাগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তবে, তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে।রূপালি জগতে আসাটা অনেকটা স্বাভাবিক ছিল। কিন্তু সেই স্বাভাবিক আগমনকে অস্বাভাবিক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ছুঁয়েছেন জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়া। 'স্টারডম' শব্দটাকে যেন নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি।

সালমানের বাবা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান এবং মা সালমা খান। সালমানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। নিজেকে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষ বলেই পরিচয় দেন এ অভিনেতা। সালমানের সৎ মা অভিনেত্রী হেলেন। তার ভাই আরবাজ খান, সোহেল খান এবং বোন আলভিরা খান। এছাড়া অর্পিতা খান নামে তার একজন পালক বোন আছে।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি