ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বশেমুরবিপ্রবি’র লেকের পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান ও গোপালগঞ্জের ২৫০ শয্যা  বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুইজনই পানিতে ডুবে যান এবং প্রায় ২০-২৫ মিনিট ডুবন্ত অবস্থায় থাকলে অন্য শিক্ষার্থীরা লেকে নেমে তাদের খুঁজে পান এবং দ্রুত উদ্ধার করে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের  ডক্টর মোঃ কামরুজ্জামান  বলেন, ‘বেলা সাড়ে বারোটার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয় অন্য শিক্ষার্থীরা তাদের না দেখতে পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে গিয়ে লেকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই দুই শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ও রিয়ার পৈতৃক নিবাস খুলনা সদরে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকার মেসে ভাড়া থাকতেন। 

দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি