ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

‘বস টু’ এর প্রচারে আসছেন জিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৬:০৮, ৩১ মে ২০১৭

কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ ‘বস টু’ চলচ্চিত্রের প্রচারে ঢাকায় আসছেন। আাগামী ৫ জুন বেলা ৩টায় ঢাকা পৌঁছাবেন জিৎ। সন্ধ্যায় অংশ নেবেন একটি সংবাদ সম্মেলনে। ছবিটির ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।

সেখানে ছবির পোস্টারও উন্মোচন করবেন তিনি। আসছে রমজানের ঈদে ছবিটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দুই দিন বিভিন্ন প্রচারাভিযানে অংশ নেওয়ার পর ৭ জুন বিকেলে কলকাতার উদ্দেশে রওনা হবেন জিৎ।

বাবা যাদব ও আবদুল আজিজ পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিয়া, অমিত হাসানসহ আরও অনেকে। এবার এ ছবির মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন জিৎ। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। আর ভারত থেকে ছবিটি প্রযোজনা করেছে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি