ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫

বসন্ত সন্ধ্যায় মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২১:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শীত শেষে প্রকৃতিতে এসেছে বসন্ত। প্রকৃতিতে বইছে ভিন্ন আমেজ।  শীতের শেষে যেমন কিছুটা গরম অনুভূত হচ্ছে। তেমনি জীর্ণ ও রিক্ত প্রকৃতি নতুন করে জেগে ওঠার অপেক্ষায়। বৃষ্টির স্পর্শে দেখা দেয় নতুন পাতা ও নানা রঙের ফুল। আর বসন্তের দিনে মৌসুমের প্রথম বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি নামে।  ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি আর মৃদু বাতাসে সৃষ্টি হয় অন্যরকম এক পরিবেশ।

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ,  ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, বাংলামোটর, এলিফ্যান্ট রোড, পান্থপথ, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, মৌচাক, কাকরাইল, পল্টন, শুক্রবাদ, ধানমন্ডির কিছু অংশ, ও মিরপুরসহ বেশ কিছু এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিন দেশের আরও কয়েক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া দফতরের তথ্যমতে, ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতি কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
 
আবহাওয়া বার্তায় জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া এর পরের ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি