ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বস্টনে প্রাক্তন মুখ্য সচিব ডঃ করিম কে সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের প্রাক্তন মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেন্ট্রাল কমিটির দুই দুইবারের নির্বাচিত প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ আবদুল করিম কে বস্টনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সফররত ডঃ করিমের সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেন চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউ এস এ- ম্যাসাচুসেটস।

সংগঠনের সভাপতি অধ্যাপক মোঃ জানে আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ টিপু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ডঃ করিম প্রবাসে বসবাসরত সকল আলমনাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন কল্পে গবেষণা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধায় সার্বিক সহায়তা প্রদানে সবাইকে এগিয়ে আসার আহবান করেন।

তছাড়া ডঃ করিম নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়নে সরকারের প্রাক্তন আমলা হিসাবে তার অভিজ্ঞতার বাস্তব চিত্র তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অ্যালুমনিরা তাদের নিজ নিজ পরিচিতি দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি