ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বহু সন্তানের মা হতে চান প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নিজের ব্যক্তিগত জীবনকে সব সময়ই ক্যামেরার ফ্ল্যাশ থেকে সরিয়ে রাখতে চান প্রিয়াঙ্কা চোপড়া। যে কারণে ‘ব্রেকআপ’, ‘প্যাচআপ’ নিয়ে কখনওই মুখ খুলতে চান না এই তারকা।

তবে কেরিয়ারের শুরুতে কখনও তাঁর সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের, আবার কখনও শাহরুখ খানের সঙ্গে। এমনকী, দুবাইতে গিয়ে নাকি শাহরুখের সঙ্গে তিনি বিয়ের পিঁড়িতেও বসেছেন। এমন দাবি করেছে বেশ কিছু গণমাধ্যম। প্রিয়াঙ্কা অবশ্য এ বিষয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু, এবার প্রিয়াঙ্কা জানালেন তার মনের কথা।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তিনি নাকি বহু সন্তানের মা হতে চান। কিন্তু, কার সন্তানের মা হবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি। এমনকী, সেই ব্যক্তিকেও এখনও খুঁজে পাননি বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা।

শুধু তাই নয়, বিয়ে করে সংসারী হতে চান তিনি। বিয়ে করে সংসারী হওয়ার মতে বিশ্বাসী তিনি। কিন্তু, যা নিয়ে সমস্যায় রয়েছেন তিনি। সৃষ্টিকর্তা তাঁর জন্য কী চান, সেটা তিনি জানেন না বলেও মত প্রকাশ করেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি