ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বহুদিন পর মাঠে ফিরছেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২৫ জানুয়ারি ২০২২

বাংলাদেশের সফলতম ওয়ানডে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। চোট সমস্যা এবং নানা জটিলতায় দীর্ঘদিন ধরে বাইশ গজের বাইরে রয়েছেন এই টাইগার পেসার। প্রায় ৪০২ দিন তিনি মাঠের বাইরে। অবশেষে বল হাতে ফিরছেন মাশরাফি। 

মিনিস্টার গ্রুপ ঢাকার জার্সিতে মঙ্গলবার মাঠে নামবেন তিনি। নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে দুপুর ১২টা ৩০ মিনিটে মাঠে নামবে ঢাকা।

মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ১৮ ডিসেম্বর, বঙ্গবন্ধু কাপে। এবারের বিপিএলে চোটের কারণে ঢাকার হয়ে প্রথম তিন ম্যাচে তাকে দেখা যায়নি।

এর আগেও এমন লম্বা বিরতি ছিল, ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি