ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বহুমূখী রপ্তানী ভিত্তিক শিল্পকে উৎসাহিত করার তাগিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৩:৪৩, ২৫ মে ২০১৭

বাণিজ্য নীতির কারণে দেশের রপ্তানীমূখী শিল্পের প্রসার ঘটেনি উল্লেখ করে বহুমূখী রপ্তানী ভিত্তিক শিল্পকে উৎসাহিত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে বিনিময় হার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ রয়েছে বিশেষজ্ঞদের। এদিকে বাণিজ্যমন্ত্রীর দাবী, বহুমূখী রপ্তানীর শুল্কমুক্ত বাজার সৃষ্টি হয়েছে, তবে ব্যবসায়ীদের তা কাজে লাগাতে হবে।
রপ্তানীর বহুমূখীতার জন্য বাণিজ্য ও বিনিময় হার নীতি নিয়ে নিজস্ব মিলনায়তনে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইন্সটিটিউট- পিআরআই।
আলোচনায় অর্থনীতিবিদরা জানান, দেশীয় পণ্যের রপ্তানী বৃদ্ধির প্রয়োজন আছে। সেজন্য রপ্তানীমূখী সকল শিল্পকে উৎসাহিত করতে হবে।
ক্ষূদ্র ও মাঝারি শিল্প বিকাশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানী সহায়তা দিতে সরকারের প্রতি আহবান জানান উদ্যোক্তারা।
বাণিজ্যমন্ত্রীও স্বীকার করে নিলেন, শিল্প খাতে উন্নয়ন ও রপ্তানী বাজার নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করে সরকারের নীতির উপর।
বিশ্বের যেসব দেশে শুল্কমুক্ত বাজার সুবিধা আছে তা কাজে লাগানোর আহবান জানান বাণিজ্যমন্ত্রী।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি