ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাঁচা-মরার ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৪ নভেম্বর ২০২২

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের অজেয় ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে অ্যারন ফিঞ্চহীন স্বাগতিকরা।

শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমে দুই ওভারেই ২২ রান তুলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ক্যামেরন গ্রিন (৩)।

মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েও ২৫ রানে থামেন ডেভিড ওয়ার্নার। দলে সুযোগ পেয়ে স্মিথও ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৪ রান করে ফিরেছেন নাভিনের বলে এলবিডব্লিউ হয়ে। ইনিংসের মাঝের দিকে রানের গতি বাড়ান মিচেল মার্শ। ৩০ বলে তার ৪৫ রানের ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে অজিদের।

মার্শের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। এই মারকুটে ২৫ রানে ফিরলেও শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ম্যাক্সওয়েল। তার ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে ১৬৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।

আফগানদের হয়ে বোলিংয়ে নাভিন উল হক ৩টি ও ফজল হক ফারুকি ২টি উইকেট পেয়েছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি