ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাঁচা-মরার লড়াইয়ে ভারতকে ফিল্ডিংয়ে পাঠাল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

হারলেই বাদ। এমন কঠিন সমীকরণ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। তবে, বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস ভাগ্য পক্ষে এসেছে পাকিস্তানের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।

পাকিস্তান দলে এক পরিবর্তন এসেছে। ফখর জামানের পরিবর্তে দলে এসেছেন ইমাম উল হক।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এর মধ্যে তিনটিতে পাকিস্তান ও দুটিতে জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই শিরোপা ধরে রাখার লড়াই এবার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের।

পাশাপাশি দুবাই মাঠের রেকর্ডও কথা বলছে পাকিস্তানের পক্ষে। এই মাঠে মোট ৫বার মুখোমুখি হয়েছিল দু’দল। এখানেও তিনটিতে জিতেছে পাকিস্তান।

যদিও শক্তিমত্তা ও বর্তমান ফর্ম বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখতে হয়, তবে পাকিস্তানও দারুণ আত্মবিশ্বাসী।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

পাকিস্তান একাদশ:
ইমাম-উল-হক, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি