বাঁচা-মরার লড়াইয়ে থাকবেন নেইমারও
প্রকাশিত : ১২:৩২, ২২ জুন ২০১৮
ইনজুরিটা বেশ ভুগাচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। তার ইনজুরিতে গোটা ব্রাজিলের মধ্যে উৎকণ্ঠার ছায়া ঢেকে ফেলেছে। উত্কণ্ঠায় বাংলাদেশে ব্রাজিলের সমর্থকরাও। ঘুরে ফিরে বার বার প্রশ্ন উঠছে আজ নেইমার খেলবেন তো? গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় আজ কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সমীকরণটা তাই অনেকটা এইরকম, আজ জিততে হবে নতুবা বিদায় নিতে হবে।
এমন সমীকরণ সামনে রেখে কোনো ধরণের ঝুঁকি নিতে চান না কোচ তিতে। তাইতো নেইমারকে কেন্দ্র করেই দল সাজাচ্ছেন তিতে। কাল রাতে সেন্ট পিটারবার্গের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই উঠল নেইমার খেলতে পারবে কিনা। কোচ তিতে বলে উঠলেন হ্যাঁ নেইমার খেলবে। জানিয়ে দিলেন সব সংশয় কাটিয়ে ওঠার কথা।
গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ান ফুটবলার জুনিগোর দেয়া আঘাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। তার বিদায়ে অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল ব্রাজিলের ছয় নম্বর ট্রফি জয়ের স্বপ্ন। এবারও বিশ্বকাপ ফুটবলের আগে নেইমারকে চোটের কবলে পড়তে হয়েছিল। চোট কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছেন নেইমার।
থিয়েগো সিলভা আজ কোস্টারিকার বিপক্ষে আর্মব্যান্ড হাতে মাঠে নামবেন। সুইসদের বিপক্ষে ডিফেন্ডার মার্সেলো অধিনায়ক ছিলেন। থিয়েগো সিলভা ব্রাজিল বিশ্বকাপেও অধিনায়ক ছিলেন। এদিকে মাঠে মধ্যমণি হয়ে খেলবেন আগের ম্যাচে এক গোল করা কৌতিনহো। তার পারফরমেন্সই বদলে দিতে পারে সব।
এমজে/