ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাঁশখালীতে ঘেরাও কর্মসূচীর নামে বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে

প্রকাশিত : ১৯:৪২, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৪২, ৯ এপ্রিল ২০১৬

বাঁশখালীতে ঘেরাও কর্মসূচীর নামে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার চট্টগ্রামের বোয়ালখালীতে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ হুঁশিয়ারির কথা জানান। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। মন্ত্রী বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্র এবং সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে বলেন, বাঁশখালীর এ আন্দোলনের পেছনে কারো ব্যক্তি স্বার্থ রয়েছে কি না বা কাদের প্ররোচনায় এ হত্যাকাণ্ড হয়েছে- তা তদন্ত করে  দেখা হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি