ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাংলা একাডেমি চত্বরে পৌষ মেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২২ ডিসেম্বর ২০১৭

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে প্রতিবছরের ন্যায় এ বছরও পৌষ মেলা বসেছে আজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী মেলা শুরু হয়েছে আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী রোববার পর্যন্ত মেলা চলবে

মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, পৌষমেলা উপলক্ষে বাংলা একাডেমির নজরুল মঞ্চে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বাঙালি সংস্কৃতির নানা বিষয় তুলে ধরা হবে।

মেলা প্রাঙ্গণজুড়ে ৫০ থেকে ৬০টি স্টল রয়েছে। মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে পিঠা উৎসব। এ উপলক্ষে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান পিঠা নিয়ে হাজির হয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি