ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাংলা একাডেমিতে অধ্যাপক গোলাম মুরশিদের জন্মোৎসব আজ

প্রকাশিত : ০৮:৪৮, ১৯ মার্চ ২০১৯

গবেষক অধ্যাপক গোলাম মুরশিদের ৮০তম জন্মদিন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তার জন্মোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান হবে।

যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে কথাপ্রকাশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ চর্চা পাঠচক্র। অনুষ্ঠানে ‘গোলাম মুরশিদ সংবর্ধনা গ্রন্থ’ প্রকাশ করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, অধ্যাপক ভীষ্ফ্মদেব চৌধুরী। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

অধ্যাপক গোলাম মুরশিদের জন্ম ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। তার প্রথম কর্মজীবন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রায় দুই দশক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত লন্ডনের বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন। বর্তমানে লন্ডনেই অবসর জীবন কাটাচ্ছেন তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি