ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’র পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ৬ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের প্রতি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলা ওয়ার্ল্ড ওয়াইড। 

এসময়ে  বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক শ্রী সৌম্যব্রত দাস, কো অর্ডিনেটর অর্পিতা কাঞ্জিলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) প্রমুখ। 

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু যাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।  শ্রী সৌম্যব্রত দাস তার মন্তব্যে জাতির পিতার প্রতি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’র সবার পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা নিবেদন করেন। 

উল্লেখ্য, সারা বিশ্বের ১৮৭টিরও বেশি দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি পেশাজীবী লেখক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবীদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে বছরের শুরুতে কলকাতায় আয়োজন করা হয়েছিল ২য় আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। 

স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’র অন্যতম লক্ষ্য। বিগত কোভিড প্যান্ডেমিক এর সময় সংগঠনটির উদ্যোগে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ শতাধিক ভেন্টিলেটর বিনামূল্যে সরবরাহ করা হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি