ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ২১ ডিসেম্বর ২০১৭

শুরু হয়েছে বাংলাদেশ অর্থনীতিন সমিতির দ্বিবার্ষিক সম্মেলন। তিনব্যাপী এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘অথর্শাস্ত্র ও নৈতিকতা’।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটরিয়ামে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আবুল বারকাত। সভাপতিত্ব করছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।

এবার বাংলাদেশ অর্থনীতি সমিতি স্বর্ণপদক সম্মাননা ২০১৭ পেয়েছেন ড. মাহবুব হোসেন (মরণোত্তর),অধ্যাপক রেহমান সোবহান ও অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।

সম্মেলনে স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, মানবসভ্যতার শুরু থেকেই অর্নীনীতি শাস্ত্র ও নৈতিকতার বিষয়টি বারবার প্রতিবিম্বিত হয়েছে সমাজ মানুষের জীবনে। আমাদের প্রতিরোধ, দেশ-প্রেমের লড়াইয়ের ইতিহাস ব্যাক্তি-সমাজ জীবনের প্রতি পরতে-পরতে জড়িয়ে গেছি। আমাদের অবিচল বিশ্বাস এ দ্বিবার্ষিক সম্মেলন বয়ে আনবে নতুনতর ভাবনা-চিন্তার অজস্র সম্ভাবনা। বদলে যাবে অন্তর্জীবন ও বহির্জীবনের জলছবি। দেশ-কালের সীমা ছাড়িয়ে প্রতিষ্ঠিত হবে শুদ্ধতম রাজনীতি।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি