ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশ আইএমএফের কঠিন শর্ত মানবে না: সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৯ নভেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন- টাকার প্রয়োজন থাকলেও বাংলাদেশ আইএমএফের কঠিন শর্ত মানবে না।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “আমরা আইএমএফের ঋণ নেব। তবে কঠিন শর্ত মেনে নয়। যেটা যৌক্তিক সেটাই হবে।”

‘তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহুর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়’, এমনটাই জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আইএমএফের কঠির শর্ত বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আইএমএফের অতীতের ব্যাপারেও আমরা জানি। আইএমএফের শর্তগুলো কী হতে পারে, কোন শর্তটা মানলে দেশের আরও ক্ষতি হতে পারে, এমন শর্ত আমরা মানবো না।”

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। গত জুলাইয়ে ঋণ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল আইএমএফের কাছে। 

তবে ঋণ পেতে হলে বাংলাদেশকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানানো হয়েছিল। এ বিষয় নিয়ে আলোচনা করতে সম্প্রতি ঢাকায় আসে আইএমএফের একটি দল।

দুই সপ্তাহ ধরে আইএমএফের প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি