ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় বিএনপি’র গাত্রদাহ হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ২৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৩৯, ২৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণা করেছে। এটা দেখে বিএনপির এখন গাত্রদাহ হচ্ছে, কারণ পাকিস্তানের প্রেতাত্মাদের মনে কষ্ট হওয়াটাই স্বাভাবিক।

শুক্রবার কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘রাজপথে আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না’- বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, তিনি একজন মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে একটি বাড়ি দখল করেছিলেন। তাই মওদুদ আহমেদ একজন জালিয়াত হিসেবে পরিচিত। সেই প্রতারকদের কাছ থেকে এ ধরনের কথা শোনাটাই স্বাভাবিক।’

এ সময় কেন্দ্রীয় স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ শিক্ষক নেতৃবৃন্দ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি