ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশ এখন অনেক পরিনত দল জানিয়েছেন মাশরাফি

প্রকাশিত : ১৪:৫৮, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ২৭ মার্চ ২০১৬

টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ আগের থেকে এখন অনেক পরিনত দল । বিশ্বকাপ শেষে কলকাতা থেকে ঢাকায় ফিরে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । এখন বাংলাদেশ যে কোন দলকে হারারেনার ক্ষমতা রাখে বলেও উল্লেখ করেন তিনি । দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু বদলে যাওয়া বাংলাদেশের গল্প। মাঝে ওয়ানডে বিশ্বকাপসহ বেশ কটি সিরিজে দেখা মিলেছে নতুন বাংলাদেশকে। যে দলটিতে প্রয়োজনে জ্বলে উঠেন যে কেউ। পরিপূর্ণ একটি দল হয়ে খেলা টাইগারদের এই দিনগুলোয়, বাংলাদেশের সাফল্যের রেকর্ডবুকটাও বেশ সমৃদ্ধ। এত সাফল্যের পরও টি টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে না পারার বদনামটা রয়েই গিয়েছিল। আর সে বদনাম মাথায় নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় মাশরাফি বাহিনী। যেখানে অন্তত দুটি ম্যাচ জয়ের সম্ভাবনাও তৈরী করেছিল টাইগাররা। স্কোয়াডে থাকা সত্বেও অলরউন্ডার নাসির হোসেন কে একাদশে না রাখা সমালোচনা হয়েছে বেশ । অনেক অভিযোগের তীর মাশরাফির দিকে ছুড়লেও ম্যাশ বলছেন এটি ছিল টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত । আগামী আগস্টের আগে আর্ন্তজাতিক কোন খেলা নেই বাংলাদেশ জাতীয় দলের । এ সময়টা ঘরোয়া ক্রিকেট খেলেই কাটাবেন ক্রিকেটাররা ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি