ঢাকা, রবিবার   ২৩ জুন ২০২৪

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,প্রশংসা করেছেন, বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:০৭, ২৭ এপ্রিল ২০১৭

সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেছেন, বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক পরিবর্তন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যমেরন আরো বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও হুমকি জঙ্গিবাদ। যা দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। ক্যামেরন আরো বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়। দেশের সামগ্রিক উন্নয়ন, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার মধ্যে গনতন্ত্র অন্তর্নিহিত।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি