ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট আগমীকাল

প্রকাশিত : ১৯:৫৩, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৫৩, ১৯ অক্টোবর ২০১৬

আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ১০টায়। ম্যাচের আগে ঘুরে ফিরেই আসছে টেস্টে বাংলাদেশের দীর্ঘ বিরতির কথা। তবে সেটা অসুবিধা হবে না বলে জানান টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম আর বিরতিটা ইংল্যান্ডের জন্য বাড়তি সুবিধা হতে পারে বলেও  মন্তব্য ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের। এ যেন বাংলাদেশের জন্য টেস্ট আঙ্গিনায় নতুন শুরু । প্রায় দেড় বছর বিরতির আবার আবারো সাদা পোশাকে আর্ন্তজাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ । এ সবকিছু পিছু ঠেলে ওয়ানডে ক্রিকেটের ধারাবাহিকতা ধরে রাখতে চান টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের দলের প্রতি পূর্ণ আস্থা রেখে সাকিবের পর টেস্ট অধিনায়কও স্পোটিং উইকেটটের তাগিদ দিলেন । খেলোয়াড়রা নিজেদের দ্বায়িত্ব ঠিকমত পালন করলে টাইগার সমর্থকরা টেস্টে নতুন এক বাংলাদেশকেই দেখবে বলে জানান মুশফিক। গত কয়েক বছরে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে বেশ উন্নতি করেছে বলে জানান ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে লংগার ভার্সনে টাইগারদের দুর্বলতাও জানা রয়েছে তার। দীর্ঘ পরিসরে নিয়মিত না খেললে হঠাৎ করে মানিয়ে নিতে অসুবিধা হয় বলেও জানন তিনি। এই সুযোগটিই কাজে লাগাতে চায় ইংলিশরা । সবকিছু ঠিক থাকলে প্রথম টেস্টে সাব্বির ও মেহেদী মিরাজের অভিষেকটা প্রায় নিশ্চিত। তবে বাংলাদেশ এক পেইসার না দুই পেইসার নিয়ে খেলবে সেটা উইকেট দেখেই সিদ্ধান্ত নেয়া হবে ।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি