ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখবেন যে চ্যানেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ২৮ জুলাই ২০১৮

বাংলাদে-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। বাংলাদেশের স্থানীয় সময় রাতে মাঠে নামছে ম্যাশ বাহিনী। গত ম্যাচেই সিরিজ নিশ্চিতের আগে তীরে এসে তরী ডুবায় মুশফিকরা। এ ম্যাচে আর সে ভুল করতে চায় না দলটি।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে হোল্ডার-মাশরাফিরা। দর্শকরা খেলা দেখতে মুখিয়ে থাকলেও, টাইগার ভক্তদের চোখে সিরিজ জয়ের হাতছানি। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে হাজার মাইলের দূরের সেই দৃশ্য চোখে ধারণ করতে চায় টাইগার প্রেমীরা। আর প্রতি ম্যাচের ন্যায় এ ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি