ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত, বিনিয়োগ আসছে ১০০ কোটি ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চীনের ৩০টি কোম্পানি বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি জানান, চীন সরকার ও দেশটির ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশ মোট ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে, যার মধ্যে ১০০ কোটি ডলার সরাসরি বিনিয়োগ হিসেবে আসবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাম্প্রতিক চীন সফরে এসব বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বিডার চেয়ারম্যান জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকে কেন্দ্র করে এসব বিনিয়োগ আসবে। প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া, চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউর সঙ্গে বৈঠকে চট্টগ্রাম ও মোংলা বন্দরের উন্নয়নসহ নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাবও এসেছে।

স্বাস্থ্য খাতেও চীনের গুরুত্বপূর্ণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। চীনা অনুদানের ২৫০ মিলিয়ন ডলারের মধ্যে ১০০ মিলিয়ন হাসপাতাল উন্নয়নে এবং ১৫০ মিলিয়ন ডলার কারিগরি সহায়তায় ব্যয় হবে। চিকিৎসক প্রশিক্ষণ ও উন্নত হাসপাতাল স্থাপনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা খাতকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিডার চেয়ারম্যান বলেন, "বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের আরও সম্পৃক্ত করতে হবে। চীনা অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন হলে নতুন বিনিয়োগের ধারা সৃষ্টি হবে এবং বাংলাদেশ বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে পারবে।"

বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতিমালা এবং চীনের দীর্ঘমেয়াদি সহযোগিতা এই বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি