ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে ১০ম

প্রকাশিত : ১৫:৫৫, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ১৬ এপ্রিল ২০১৬

Diabetesডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ এখন পৃথিবীতে দশম আর এখানের রোগীরা চিকিৎসা সেবার জন্য চার হাজার টাকারও কম খরচ করেন; এমন সমীক্ষা তুলে ধরেছে  আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন। শনিবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে দু’দিনব্যাপী ডায়াবেটিস ইন এশিয়া স্টাডি গ্রুপের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিনে এই সমীক্ষা তুলে ধরা হয়। সমীক্ষায় বলা হয়, বাংলাদেশে প্রায় একাত্তর লাখ মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত । ষাট বছর বয়সের আগে এই রোগে মৃত্য হয় ৬২ শতাংশ রোগীর। এই অবস্থা অপরিবর্তিত থাকলে পঁচিশ বছর পর ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা দাঁড়াবে প্রায় এককোটি ছত্রিশ লাখে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি