ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা (সাধারণ) ও জ্যেষ্ঠ কর্মকর্তা (আইটি) পদের আগামী ২৯ সেপ্টেম্বরের এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের এ তথ্য জানানো হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে পদের এমসিকিউ পরীক্ষা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা (আইটি) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় উল্লেখিত পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি