ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো ভারতের দিল্লি পৌঁছানোর কথা রয়েছে আজ

প্রকাশিত : ১৬:০৮, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

প্রথমবারের মত বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো ভারতের দিল্লি পৌঁছানোর কথা রয়েছে আজ। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানে মটরযান চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে পাঠানো হয়েছে এটি। ২০১৫ সালের জুনে ভূটানের থিম্পুতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গেল ২৭ই আগস্ট কার্গোটি রওনা দিয়ে বেনাপোল সীমান্ত পাড়ি দিয়ে কলকাতা হয়ে দিল্লি পৌঁছাবে। পরীক্ষামূলক এ যাত্রা সফল হলে খুব শীগ্রই এ’রুটে চলাচল করবে পণ্য ও যাত্রীবাহি যান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি