ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশ দলে দুই পরিবর্তন!

প্রকাশিত : ১২:২৩, ২০ জুন ২০১৯

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ একাদশে আসছে দুই পরিবর্তন। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় ঢুকছেন পেসার রুবেল হোসেন।

আর স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হার্ডহিটার সাব্বির রহমানের।

বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের আগে থেকেই সাইফউদ্দিনের পিঠে ব্যাথা ছিল। সেটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তা উপলব্ধি করেছেন তিনি।

বুধবার অনুশীলনে পর্যন্ত আসেননি সাইফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে তার না থাকার সম্ভাবনাই বেশি। সেই শূন্যস্থান পূরণে দলে ঢুকবেন রুবেল হোসেন। এবারের বিশ্বমঞ্চে এখন পর্যন্ত খেলা হয়নি রিভার্স সুইং তারকার।

সাইফউদ্দিনের চোটের মধ্যে আরেক খবর, ফিট নন মোসাদ্দেক হোসেনও। উইন্ডিজের সঙ্গে ড্রাইভ দিতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন তিনি। তাকে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় কপাল খুলতে পারে সাব্বিরের।

এবারের বিশ্বকাপে একটি ম্যাচও খেলা হয়নি লেগস্পিন অলরাউন্ডারের। এ ছাড়া একাদশে আর কোনো রদবদলের সম্ভাবনা নেই। ক্যারিবীয়দের বিপক্ষে খেলা দলের সবাই থাকছেন।

আবার ন্যূনতম খেলার মতো অবস্থায় থাকলে উইনিং কম্বিনেশন ধরে রাখতে সাইফ-মোসাদ্দেককেও খেলানো হতে পারে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি