ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৬ মার্চ ২০২২

আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষ হওয়ার রাতেই ফিল্ডিং কোচ নিয়োগ দিলো বিসিবি। অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। 

শনিবার রাত ১০টার পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

ম্যাকডারমট সর্বশেষ কাজ করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন এই অস্ট্রেলিয়ান।

এছাড়া বিসিবি একাডেমি ও এইচপির হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে ম্যাকডারমটের। 

ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার একদিন আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

উল্লেখ্য, আফগানদের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত কোনো ফিল্ডিং কোচ ছিলেন না। রাজিন সালেহকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছিল। শেষ ম্যাচে তিন-তিনটি সহজ ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। নয় তো ফলাফল ভিন্ন হতেও পারতো।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি