ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-নেপাল মুখোমুখি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:০৮, ১৩ আগস্ট ২০১৮

যতই দিন যাচ্ছে ততই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সাফের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে এবারের দ্বিতীয় আসরেও বাজিমাত করেছে বাংলার মেয়েরা। প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে। আর ইতিমধ্যে চলে গেছে টুর্নামেন্টের সেমি ফাইনালে।
এদিকে আজ ১৩ আগস্ট সোমবার দ্বিতীইয় ম্যাচে বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের প্রতিপক্ষ নেপাল নারী অনুর্ধ্ব-১৫ ফুটবল দল।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ছয়টি দল অংশ নিয়েছে। দলগুলো হল ভুটান, ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভুটান দল। ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হবে গ্রুপপর্বের ম্যাচগুলো। ১৬ আগস্ট হবে দুটি সেমিফাইনাল। আর ১৮ তারিখ হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি