ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মিডিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৭ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মিডিয়া সহযোগিতা আরও বাড়াতে চায় চায় সরকার। এ লক্ষ্যে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।

তারা উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান পাকিস্তানের তথ্য ও সম্প্রচার সচিব আমব্রিন জানের সাথে দুই দেশের মিডিয়া সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

সংবাদমাধ্যম বলছে, সোমবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক বোঝাপড়াকে শক্তিশালী করে এমন ঐতিহাসিক বর্ণনা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরার জন্য বর্ধিত অংশীদারিত্বের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আলোচনা করেন।

বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জান বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ইতিহাস রয়েছে।

তিনি পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এবং রেডিও পাকিস্তান-সহ রাষ্ট্রীয় মিডিয়া সংস্থাগুলোর মধ্যে যৌথ প্রযোজনা এবং সংবাদ আদান-প্রদানের ক্ষেত্রে তাদের বাংলাদেশি সমকক্ষ প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ওপর জোর দেন।

সাংবাদিক বিনিময়ের মতো পদক্ষেপ পাকিস্তান ও বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের বিভিন্ন বিষয়ে একে অপরের দৃষ্টিভঙ্গি এবং বর্ণনা সম্পর্কে জানার সুযোগ দিতে পারে বলেও জোর দিয়ে জানান তিনি।

অন্যদিকে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতাকে উৎসাহিত করতে পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রশংসা করেন। তিনি দুই দেশের জনগণকে ভাই হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন— যৌথ সহযোগিতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের এই সংযোগ উভয় দেশকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশি কেবল নেটওয়ার্কে পাকিস্তানি সংবাদ ও বিনোদন চ্যানেলের প্রাপ্যতা সম্প্রসারণ এবং চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন নিয়েও আলোচনা করেছেন।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি