ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ বিমান এবারও লাভের মুখ দেখবে আশা প্রকাশ রাশেদ খান মেননের

প্রকাশিত : ১৮:৩৭, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩০, ২২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

গেলো বছরের মতো এবারও বাংলাদেশ বিমান লাভের মুখ দেখবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিমান ও বিমানবন্দরের উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাপান ও কানাডায় বাংলাদেশ বিমানের নতুন রুট চালু হবে। এছাড়া, পদ্মার ওপারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ’সব কথা বলেন মন্ত্রী। এছাড়া, পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি