ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মধ্যে এসিএস চুক্তি স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৮ আগস্ট ২০২১

বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) চুক্তি স্বাক্ষরিত হয়

বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) চুক্তি স্বাক্ষরিত হয়

বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইউনিয়ন ব্যাংকের সকল শাখা ও উপশাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা নেয়া হবে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. ফোরকান হোসাইন এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম মোকাম্মেল হক চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। ইউনিয়ন ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

এই সার্ভিসের আওতায় ইউনিয়ন ব্যাংকের যেকোন শাখার কাউন্টারে অথবা অনলাইন পদ্ধতিতে নগদে বা চেকের মাধ্যমে ট্রেজারি চালানের অর্থ জমা দেয়া যাবে। এর মাধ্যমে ইউনিয়ন ব্যাংক সরকারের রাজস্ব সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখবে এবং একইসাথে গ্রাহক সেবার মান আরও উন্নীত হবে।

এই সিস্টেমের মাধ্যমে ভ্যাট, ট্যাক্স, সরকারের যাবতীয় ফি দ্রুত ও সুরক্ষিত ভাবে কালেক্টেড হবে যাতে গ্রাহকরাও উন্নত সেবা পাবেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি