বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু
প্রকাশিত : ১৪:৩৪, ৩০ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৫৫, ৪ এপ্রিল ২০১৭
বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেছে ব্যাংকের অভ্যন্তরীন তদন্ত কমিটি। ফরেনসিক তদন্তের জন্য ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন কমিটির সদস্যরা। এছাড়া, সিসি টিভির ফুটেজসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় জিডি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে যায় ব্যাংকের তদন্তকারী দল।
তদন্ত কমিটির সদস্যরা ভবনের ক্ষতিগ্রস্ত কক্ষ থেকে ফরেনসিক তদন্তের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ঘন্টাখানেক পর বেরিয়ে যান তারা। তবে, গণমাধ্যমের সাথে কথা বলেননি তদন্ত কমিটির সদস্যরা।
বাংলাদেশ ব্যাংক ভবনের বিভিন্ন পয়েন্টে সিটি টিভির ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম।
আরও পড়ুন