ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকে আবারও আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ২৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৪৭, ২৪ অক্টোবর ২০১৭

বাংলাদেশ ব্যাংকে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেব্যাংকের ৩০ তলা ভবনের ১৮তম তলায় সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে বড় কিছু ঘটার আগেই ফায়ার সার্ভিসের নিয়মিত টহলরত একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম বলেন, আগুন অত বড় নয়। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে লিফট মেরামতের সময় আগুন লেগেছিল। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বাইরে সবসময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি টহলে থাকে। ওই ইউনিটের সঙ্গে ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়েছিল। এর আগেই আগুন নিভে যাওয়ায় বাকি ইউনিট ফেরত আসে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ৩০তলা ভবনের ১৮ তলায় লিফট মেরামতের সময় কাগজ থেকে আগুন লাগে। তবে এ আগুন তারা নিজেরাই নিভিয়ে ফেলে। ভবনের কোনো কক্ষে আগুন লাগেনি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি