ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে পরীক্ষা ২৭ এপ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:২৬, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ৬১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার হলে যে কোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর ও স্মার্টওয়াচ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে যারা ইতোমধ্যে প্রবেশপত্র ডাউললোড করার পর হারিয়ে ফেলেছেন কেবল তারাই আগামী ২০ এপ্রিল থেকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আসন বিন্যাস দেখার জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১) নূর-উন-নাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি