ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর আরো কয়েকটি হ্যাকিংয়ের তথ্য প্রকাশ করে সুইফট

প্রকাশিত : ১৮:২০, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ৩১ আগস্ট ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর এবার আরো কয়েকটি হ্যাকিংয়ের তথ্য প্রকাশ করেছে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী সংস্থা- সুইফট। হ্যাকাররা অনেক শক্তিশালী এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে, এ’সব ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে সুইফট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পরই চাপের মুখে পড়ে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী সংস্থা-সুইফট। ওই ঘটনায় সুইফটের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠে। এবার সুইফটের নেটওয়ার্কে থাকা কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। সংবাদ মাধ্যম রয়টার্স এ’তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সদস্য ব্যাংকগুলোকে দেয়া সুইফটের চিঠিতে উঠে এসেছে ব্রাসেলস ভিত্তিক একটি সংস্থাসহ বিভিন্ন দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের কথা। ওই সব ক্ষেত্রেও ভূয়া বার্তা পাঠিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে  হ্যাকাররা। সুইফটের তথ্য অনুযায়ি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর আরো সংঘবদ্ধ ও শক্তিশালী হয়েছে হ্যাকারা। দুর্বল নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন সংস্থাগুলোকেই বেছে নিচ্ছে তারা। গেল ফেব্র“য়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির চার মাসের মাথায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজায় সুইফট। এরপর আবারও এই সাইবার হামলার খবরে শংকিত বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিশ্বের অন্তত ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সুইফটের মেসেজিং প্লাটফর্ম ব্যবহার করে অর্থ লেনদেনের বার্তা পাঠায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি