ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচ বন্ধের দাবিতে ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৪

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই কানপুর টেস্ট বাতিল করার হুমকি দিয়েছিল ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। অবশ্য তাদের দাবিকে পাত্তা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার ম্যাচ শুরুর দুই দিন আগে নতুন কর্মসূচীর ডাক দিয়েছে সংগঠনটি।

সঙ্গে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ধর্মঘট ডেকেছে হিন্দু মহাসভা।

আগামী ৬ অক্টোবরে গোয়ালিয়রে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচটি হতে দিতে চায় না বলেই এমন কর্মসূচী ডেকেছে তারা। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়রে ধর্মঘটের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় কর্মসূচীর আওতামুক্ত।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের এক সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় হিন্দু মহাসভা। এর জেরে সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। 

২৭ সেপ্টেম্বরের টেস্ট ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার। কানপুরের এসিপি বলেছেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। যেন কোনো বাধা পেতে না হয়। প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা এবং মন্দির ভাঙা হচ্ছে বলে এই প্রতিবাদে তারা কানপুর ও গোয়ালিয়ের ম্যাচ না হওয়ার হুমকি দিয়েছিল। 

এর আগে পিটিআইকে ভরদ্বাজ বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে...মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি