বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনা পজেটিভ: আন্দালিব রহমান
প্রকাশিত : ১৮:০৪, ৫ এপ্রিল ২০২৫

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা পজেটিভ এবং তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ঢাকা সিটির সাবেক মেয়র মরহম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান পার্থ। এ সময় তিনি গণমাধ্যমে কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। যা দেশের জন্য অনেকটাই পজেটিভ হবে।
পার্থ বলেন, বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা ইউনূস সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদি।
আগের যে কোন সময়ের চেয়ে বিজেপি শক্তিশালী বলে মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান ব্যাস্টিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, জুন মাস থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবো। শুধু মাত্র সংস্কারের উপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।
পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যেগুলো সংস্কার করা উচিত বিশেষ করে বড় সংস্কারগুলো করা উচিত। যে সংস্কারগুলোর সাথে সবাই একমত হয়। সেগুলো করা উচিত। কারণ, এতবছর সংস্কারের কারণেই নির্বাচন হয়নি। জনপ্রতিনিধির কাছে জনগণের একটা আঙ্খাকা রয়েছে। সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।
এরআগে দলীয় হাজার হাজার নেতাকর্মী প্রিয়নেতাকে বরণ করতে ইলিশা লঞ্চঘাট এলাকায় উপস্থিত হন। আগামীকাল রোববার ৬ এপ্রিল মরহুম নাজিউর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিক পালিত হবে।
এএইচ
আরও পড়ুন