ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ-ভারত লড়াই, দুই দলকে শুভকামনা মোদির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ২২ জুন ২০২৪ | আপডেট: ১৮:৪০, ২২ জুন ২০২৪

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশ-ভারত আজকের ম্যাচে উভয় দলকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, 'আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের জন্য উভয় দলকে শুভকামনা জানাই। বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই।'  

শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই লড়াইয়ের আগে দুই দলকেই হাসিমুখে শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে বাংলাদেশ দলের। তবে সেমিতে খেলতে হলে আজ ভারতের বিপক্ষে জিততে হবে টাইগারদের। 

এদিকে অ্যান্টিগায় ভারত-বাংলাদেশ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি! স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, এই ম্যাচে বড় প্রভাবক হয়ে উঠতে পারে বৃষ্টি। রয়েছে বজ্রবৃষ্টির আশঙ্কা। সেটা সকালে যেমন, বিকালেও তাই। একুয়েদারের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০-১১ টার মধ্যে প্রায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্য এই সময়ের পরই আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পূর্ভাবাস রয়েছে।

প্রশ্ন হলো বৃষ্টিতে যদি বাংলাদেশ বনাম ভারত ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? যেহেতু সুপার এইট পর্বে কোনও ম্যাচের জন্যই রিজার্ভ ডে নেই। সেই হিসেবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নিয়ম অনুযায়ী ভারত ও বাংলাদেশ-দুই দেশের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। তখন সেমিফাইনালের জন্য বাংলাদেশকে অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি আফগানিস্তানকে হারানোর পর সমীকরণ পক্ষে আসতে হবে।

আর প্রথম ম্যাচ জেতায় ভারতের হবে ৩ পয়েন্ট। শেষ ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ। আর অন্যদিকে ভারত অস্ট্রেলিয়ার কাছে যদি হেরে যায়, সেক্ষেত্রে বদলে যেতে পারে পুরো গ্রুপের চিত্র। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি