ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মার্চে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর আগামী ২৪ মার্চ প্রথম বাংলাদেশে আসছে দলটি। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ দুই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। 

নানা গুঞ্জন থাকলেও সব দূর করে জস বাটলারের নেতৃত্বে দুই সংস্করণে পূর্ণ শক্তির ইংল্যান্ড দলই আসছে বাংলাদেশে। দুই সংস্করণের দলেই আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার টম অ্যাবেলও। রাখা হয়েছে চোটের কারণে দীর্ঘ বিরতি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ফাস্ট বোলার জোফ্রা আর্চারকেও।

ইংল্যান্ডের ঘোষিত ওয়ানডে দলে আছেন―জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

জস বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি দলে টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্দান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস এবং মার্ক উড ঠাঁই পেয়েছেন।

পাকিস্তান সুপার লিগ ও কিছু ইনজুরি সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বেশ কিছু তারকা ক্রিকেটার পাচ্ছে না ইংল্যান্ড। পিসিএল খেলতে বাংলাদেশ সফরে আসছে না ওপেনার অ্যালেক্স হেলস। এ ছাড়াও ইনজুরির কারণে দলে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন।

১ ও ৩ মার্চ মিরপুরে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে আর ৬ মার্চ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।

অন্যদিকে ৯ মার্চ চট্টগ্রামেই প্রথম টি-টোয়েন্টি আর ১২ ও ১৪ মার্চ মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে থ্রি লায়ন্সরা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি