ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ১৮ এপ্রিল ২০১৭

সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।

এ’সময় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। প্রতিযোগিতায় নবম পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৩৩ পদাতিক ডিভিশন রানার আপ হয়। শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন ১৭ পদাতিক ডিভিশনের লেফট্যানেন্ট কর্পোরাল নাজমুল হাসান শরীফ। পরে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৪টি দল অংশ নেয় প্রতিযোগিতায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি