ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে স্পেশালাইজড হাসপাতাল করে দেবে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে একটি স্পেশালাইজড হাসপাতাল করে দেবে চীন। দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের জন্য সরকার জায়গা খুঁজছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সম্প্রতি একটৎ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

শফিকুল আলম জানান, হাসপাতালের জন্য জায়গা দেওয়া মাত্রই চীন কাজ শুরু করবে। চীনের স্বাস্থ্যসেবা আশপাশের যেকোনো দেশের থেকে অনেক ভালো মানের। আমরা জানতে পেরেছি, চীনের স্বাস্থ্যসেবা অনেক সাশ্রয়ী।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার অনুরোধের কারণে চীন বলেছে, তাদের একজন নাগরিকের স্বাস্থ্যসেবায় যে খরচ হয়, বাংলাদেশিদের সেই খরচে চিকিৎসা দেবে।

শফিকুল আলম বলেন, চীনের কুনমিংয়ে অবস্থিত চার হাজার বেডের ফার্স পিপলস হাসপাতালে বাংলাদেশিদের জন্য একটি ফ্লোর ছেড়ে দিয়েছে তারা। সেখানে বাংলাদেশিদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। রয়েছে দোভাষীর ব্যবস্থা। 

তিনি আরও বলেন, আমরা দেখেছি চীনের কুনমিংয়ে যেতে ফ্লাইটের খরচ বেশি। তবে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১৫-২০ হাজার টাকায় মাত্র দেড় ঘণ্টায় সেখানে যাওয়া যায়। এই খরচ আরো কমাতে আমরা কাজ করছি। 

মোংলা বন্দর থেকে ‘ইন্ডিয়া আউট, চীন ইন’- এ প্রসঙ্গে এক প্রশ্নের প্রেসসচিব বলেন, কিছু কিছু ক্ষেত্রে চীনের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। আমরা যদি ভালো বিনিয়োগ পাই তাহলে কেন না? আমার তো দরকার বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি করা। তার ওপর নির্ভর করছে কর্মস্থান সৃষ্টি। আমরা যদি সাশ্রয়ী উপায়ে পণ্য রপ্তানি করতে চাই, তাহলে বন্দরগুলো ঠিক করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। 

তিনি বলেন, চীনের প্রস্তাবটি ভালো। আমাদের স্বার্থ হচ্ছে, যারা আমাদের কাজটি সাশ্রয়ীভাবে করে দেবে, সুদের হার কম হবে তাদেরই আমরা নেব।  

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের একটি বড় উদ্দেশ্য ছিল চীনের বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা। আর বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে চীন সরকারকে আগে রাজি করাতে হয়। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা এবং তিনি (শি চিনপিং) এই অনুরোধ সাদরে গ্রহণ করেছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি