ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিডা চেয়ারম্যান

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার তহবিল সহায়তা দিতে যাচ্ছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। সরকারি খাত ছাড়াও বেসরকারি ও সামাজিক অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এনডিবি ইতোমধ্যেই বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং সম্প্রতি ওয়াসার (ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) সঙ্গে একটি প্রকল্প শুরু করেছে।

“তারা বাংলাদেশ সম্পর্কে অনেক ইতিবাচক ধারণা প্রকাশ করেছেন,” বলেন চৌধুরী আশিক মাহমুদ।

“তারা শুধু সরকারি নয়, বেসরকারি খাতেও অর্থায়নে আগ্রহী। আমরা তাদেরকে হাসপাতাল, হাউজিংসহ বিভিন্ন সামাজিক অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে অবহিত করেছি।”

তিনি আরও জানান, ব্রিকস ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি।

এছাড়াও, যুক্তরাষ্ট্র থেকে আসা একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করছে বলে জানান বিডা চেয়ারম্যান। প্রতিনিধি দলের কয়েকজন মঙ্গলবার জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে আমেরিকান বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, সুবিধা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি